শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:৪৩ পূর্বাহ্ন

একই দিনে ভূমিকম্পে কাঁপল ৬ দেশ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

নিউজটি শেয়ার করুন

ইরানের দক্ষিণাঞ্চলের হরমুজগান প্রদেশে শক্তিশালী ৬ দশমিক ৩ ও ৬ দশমিক ৪ মাত্রার জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দক্ষিণের এই প্রদেশের রাজধানী বন্দর আব্বাসে বেশ কিছু বাড়িঘর ধ্বংস হয়েছে বলে দেশটির সরকারি সংবাদসংস্থা আইএসএনএ জানিয়েছে।

এদিকে, ইরানে আঘাত হানা এই ভূমিকম্প মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাহ শহর, কাতার, বাহরাইন, ওমান এবং সৌদি আরবেও অনুভূত হয়েছে বলে খবর দিয়েছে খালিজ টাইমস।

জানা যায়, গতকাল রবিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৩৮মিনিটের দিকে ইরানের দক্ষিণের বন্দর আব্বাস শহর ভূমিকম্পে কেঁপে উঠে। ভূমিকম্পের মাত্রা ছিলো রিখটার স্কেলে ছিল ৬ দশমিক ৩ ও ৬ দশমিক ৪।

২০০৩ সালের ডিসেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলের বাম শহরে এক ভূমিকম্পে প্রায় ৩১ হাজার মানুষের প্রাণহানি ঘটে। ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী সেই ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হয় বাম। তবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ইরানে আঘাত হেনেছিল ৮৫৬ বছর আগে; ওই ভূমিকম্পে দেশটিতে প্রায় ২ লাখ মানুষের প্রাণ যায়।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x