বুধবার, ০৮ মে ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন

করোনা পরিস্থিতিতে মানুষ অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে : অধ্যক্ষ ইউনুছ আহমাদ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২০

নিউজটি শেয়ার করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, করোনা পরিস্থিতিতে দেশের মানুষ অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে। আজ রোববার (০৫ জুলাই) এক বিবৃতিতে মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ এসব কথা বলেন।

বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে হাসপাতালে গেলেও প্রয়োজনীয় চিকিৎসা সেবা মিলছে না। অপরদিকে মেডিকেল কলেজ ও সরকারি বিভিন্ন হাসপাতালে যন্ত্রপাতি সরবরাহ না করেই অনৈতিকভাবে বিল গ্রহণ করা হচ্ছে এবং উন্নতমানের যন্ত্রপাতির মূল্য গ্রহণ করে নিম্মমানের ও নকল যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনাকালে বাংলাদেশের স্বাস্থ্যখাত ভেঙে পড়েছে। ঢাকা মেডিকেলের  ডাক্তারদের খাবার বিলের ঘটনা আমাদের দেশের জন্য লজ্জাজনক। এর দায়-দায়িত্ব সরকার কোনভাবেই এড়াতে পারেনা। সরকারি পৃষ্ঠপোষকতায় ঠিকাদারদের সিন্ডিকেট। এ সিন্ডিকেটকে ভাঙ্গতে না পারলে দুর্নীতির করাল গ্রাস থেকে জাতি মুক্তি পাবে না।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x