শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:৩৫ অপরাহ্ন

মালদ্বীপকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

নিউজটি শেয়ার করুন

ফুটবলে দীর্ঘদিন সফলতা আসতেও যেনো আসছিলো না। তুলনামূলক বড় দলের সঙ্গে জয় পেতে পেতেও পাওয়া হচ্ছিলো না। অবশেষে জয় পেলো বাংলাদেশ। এটি কোন বড় টুর্ণামেন্টের ট্রফি না হলেও ইতিহাস বদলানো জয়। ১৮ বছর পর দক্ষিণ এশিয়ার অন্যতম ফুটবল পরাশক্তি মালদ্বীপকে হারিয়েছে জামাল ভূঁইয়ার দল। এরমাধ্যমে জয়ের ধারায় ফিরলো তারা। টুর্নামেন্টের শুরুতে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সিশেলসের সঙ্গে ড্রয়ের হতাশায় ডুবেছিল বাংলাদেশ।

মালদ্বীপের বিরুদ্ধে এর আগে সর্বশেষ ২০০৩ সালে এই প্রতিপক্ষকে হারিয়েছিল লাল-সবুজের জার্সিধারীরা।

প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ট্রফিতে আজ শনিবার ২-১ গোলে জিতেছে বাংলাদেশ। জামাল ভূঁইয়ার গোলে বাংলাদেশ এগিয়ে গেলেও সমতা ফেরান মালদ্বীপের মোহামেদ উমাইর। এরপর ৮৭তম মিনিটে স্পট কিক থেকে জয়সূচক গোল করেন তপু বর্মণ।

এর আগে এই মালদ্বীপের বিপক্ষে গত সাফ চ্যাম্পিয়নশিপে ২-০ গোলে হেরে গিয়েছিলেন ইয়াসিন-জিকোরা।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। ২ ম্যাচে চার পয়েন্ট নিয়ে চার দলের টুর্নামেন্টে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছেন জামাল ভূঁইয়ারা।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x