শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন

পাকিস্তান সিরিজে টাইগারদের ফিল্ডিং কোচ বাবুল

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

নিউজটি শেয়ার করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর আলোচনা সমালোচনাতো কম হয়নি। এরপরও দলের কোচিং স্টাফদের বাদ দেওয়ায় যেনো অসহায় পড়ে ক্রিকেট কর্তারা। অবশেষে ফিল্ডিং কোচকে সরানো সম্ভব হয়েছে। নেওয়া হয়েছে দেশিয় কোচিং স্টাফ।
ঘরোয়া ক্রিকেটের এই পরিচিত কোচ হাল ধরবেন জাতীয় দলের ফিল্ডিংয়ের।

আগেই প্রশ্ন উঠেছিল ফিল্ডিং কোচ রায়ান কুকের ভূমিকা নিয়ে। তার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে বিশ্বকাপ শেষেই। নতুন করে তার সঙ্গে আর কোনো চুক্তি করতে রাজি নয় বিসিবি। বিষয়টা গতকালই জানিয়েছিলেন আকরাম খান।

কুকের পরিবর্তে নতুন কোচের সন্ধানে নামে বোর্ড। ঘরের মাঠে আসন্ন পাকিস্তান সিরিজে সে দায়িত্ব দেওয়া হয়েছে মিজানুর রহমান বাবুলকে।

আপতত পাকিস্তান সিরিজে ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন ঘরোয়া ক্রিকেটের পরিচিত এই কোচ। এর আগেও বিপদে বাবুলের শরণাপন্ন হয়েছে বিসিবি। দলের বিপদে সহকারী ব্যাটিং কোচের ভূমিকায় দেখা গেছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল খুলনার এই কোচকে।

এদিকে বিশ্বকাপের মতো মঞ্চে কোনো টিম ম্যানেজার ছাড়াই খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। তবে ঘরের মাঠে পাকিস্তান সিরিজে এই দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক ক্রিকেটার নাফিস ইকবালকে।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x