শুক্রবার, ১৭ মে ২০২৪, ০২:১৪ অপরাহ্ন

ভোর হলেই ব্রাজিল-আর্জেন্টিনা সুপার ক্লাসিকো

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

নিউজটি শেয়ার করুন

দূর দেশের দুই দেশ ব্রাজিল আর্জেন্টিনা। দুই দেশের খেলা মানেই বাংলাদেশ তথা বিশ্ব দুই ভাগ হয়ে যাওয়া। মাত্র কয়েকমাস আগে ইতিহাস সৃষ্টি করে কিছুক্ষণ খেলা হওয়ার পর বন্ধ হয়ে যায়। সাও পাওলোর সেদিনের ম্যাচটা নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। কোপা আমেরিকার ফাইনালের পর দুই দলের আবার দেখা। লিওনেল মেসি, নেইমার, তিতে, লিওনেল স্কালোনি—সবাই খুব চেয়েছিলেন ম্যাচটা যেন হয়।

কিন্তু ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের ‘অদ্ভুত’ প্রতিবাদে পাঁচ মিনিট পরই বন্ধ হওয়া সেই সুপারক্লাসিকো এখন হিমাগারে। তবে ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি হওয়া থামছে না। বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে ৫টা আর্জেন্টিনার মাঠে ফের দেখা হচ্ছে দুই দলের।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মেসির এই আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার হয়ে খেলাটা পছন্দ করেনি তাঁর ক্লাব পিএসজি। তবে উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলে জেতা ম্যাচে শেষ ১৫ মিনিটে বদলি হয়ে মাঠে নেমেছেন। সেটাই আজকের ব্রাজিল ম্যাচের প্রস্তুতি ছিল বলে জানিয়েছিলেন কোচ স্কালোনি।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x