শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন

ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২০

নিউজটি শেয়ার করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অন্যতম সহযোগি সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে) বিকাল চারটায় পুরানা পল্টনের আই বি মিলায়াতন এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আশরাফ আলী আঁকন। অন্যান্যদের মাঝে উপস্থিত থাকেন, ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, হারুনুর রশিদ, হাফেজ মোঃ ওমর ফারুক, মুফতি সিদ্দিকুর রহমান এবং গোলাম মোস্তফাসহ প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় করোনাকালীন সমস্যা ও সেখান থেকে উত্তরণে কিভাবে মানুষের পাশে থেকে কাজ করা যায় সেই বিষয়ে আলোচনার পাশাপাশি কিছু সিদ্ধান্তও গৃহীত হয়-

ক. অনলাইন মাধ্যমে সংগঠনের প্রচার প্রচারনার পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জরুরী বিষয়ে আলোচনা করা।

খ.মানুষের সেবায় সাংগঠনিকভাবে এগিয়ে আসা। তাদেরকে সাহায্য সহযোগিতা করা, বিপদে তাদের পাশে দাড়ানো।

গ. কল্যাণ ফান্ড গঠন করা।

ঘ. ৬ তারিখ সাংবাদিক সম্মেলন করা।

ঙ. ১৩ই জুন কেন্দীয় কমিটির ঈদ পুনর্মিলনী এবং তারবিয়াতী অনুষ্ঠান

চ. মাইক, লাইট এবং ডেকোরেশন শ্রমিকদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে ৩ই জুন তারিখে মানববন্ধন।

উল্লেখ্য, কোভিড-19 ভাইরাসের প্রভাবে বর্তমানে সারা বিশ্বের মতো বাংলাদেশেও সাধারণ মানুষের জনজীবনও হয়ে পড়েছে দুর্বিষহ। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছে বাংলাদেশের ৬৫০ জন, আক্রান্ত ৪৭ হাজার ১৫৩ জন। সারাবিশ্বে এখন পর্যন্ত প্রায় ৬১ লাখেরও অধিক মানুষ আক্রান্ত হয়েছে এবং প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। এ মহামারীতে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩ লাখ মানুষ মৃত্যুবরণ করেছেন।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x