শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:১০ অপরাহ্ন

তাহিরপুরে আহত সাংবাদিকের মামলা না নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২০

নিউজটি শেয়ার করুন

তাহিরপুরে সংঘর্ষের ঘটনায় আহত সাংবাদিকের মামলা নেয়নি থানা পুলিশ। প্রতিবাদে সাংবাদিকদরা মানববন্ধন করে। সোমবার (১ জুন) দুপুরে তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাটা সড়কপাড়া গ্রামে ২৫ মে উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও মানবজমিন তাহিরপুর উপজেলা প্রতিনিধি এম এ রাজ্জাক ও একই গ্রামের আব্দুর রশীদের ছেলে এরশাদ আলম বিশু পক্ষদ্বয়ের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৪ জন আহত হয়।

এদিকে ঘটনার ৫দিন পর তাহিরপুর থানা পুলিশ এক পক্ষের মামলা নিলেও রহস্যজনকভাবে সাংবাদিক আব্দুর রাজ্জাকের মামলা নেয়নি। মানববন্ধনে বক্তারা সাংবাদিক আব্দুর রাজ্জাকের দায়েরকৃত অভিযোগটি আমলে নিয়ে মামলা রুজ্জু করার জোড় দাবী জানান। সেই সাথে তার বিরুদ্ধে আনা অভিযোগটি প্রত্যাহারেরও দাবী জানান।

এ বিষয়ে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান বলেন, এ বিষয়ে আমি কোন লিখিত অভিযোগ পাইনি।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, সাধারন সম্পাদক আলম সাব্বির, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন শাহ্, সাংবাদিক আবির হাসান মানিক, সামায়ুন কবীর, শফিকুল ইসলাম স্বাধীন, মুবিনুর মিয়া, রোমান আহমেদ তুষা, টাইফুন মিয়া, উজ্জল হাসান, সাকিল হাসান, মাহবুব আলম তালুকদার মাহিন, শাহ আলম প্রমূখ।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x